Get paid to share your links!

কিভাবে ওয়েবের প্রজেক্ট হ্যান্ডেল করবেন।


প্রজেক্ট তৈরির ধাপসমূহ :
১। প্রজেক্ট তৈরি করতে হলে প্রথমে তোমার ওই প্রজেক্টের উপর রিসার্চ করতে হবে। অনলাইনে এরকম অনেক ওয়েব সাইট আছে সেখান থেকে তোমরা রিসার্চ করতে পারো যে ওয়েব সাইটে কী কী থাকবে।
পেইজ গুলো কোথা থেকে কোথায় যাচ্ছে।
ভিতরে ডাটাবেজ কী করছে ইত্যাদি ইত্যাদি মূল কথা তোমাকে আগে সম্পূর্ণ ওয়েব সাইট ঘুরে ঘুরে বা ইউজ করে দেখতে হবে।
২। তারপর তোমার ওয়েব সাইটের একটি সুন্দর ডাটাবেজ ডিজাইন করতে হবে অর্থাৎ ডাটাবেজে কী কী টেবিল থাকবে,  টেবিলের ভিতর কী কী ফিল্ড থাকবে এবং রিলেশন ইত্যাদি।
৩। ওয়েব সাইট ফ্লো তৈরি করা অর্থাৎ কোথায় ক্লিক করলে কী কাজ করবে বা কোন পেজ থেকে কোন পেইজ এ যাবে তার পূর্ব পরিক্লপনাকে আমরা ফ্লো তৈরি করা বলি।
৪। সুন্দর একটা টেমপ্লেট তৈরি করা বা অনলাইনে অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায় তা ডাউনলোড করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারো। টেমপ্লেট সুন্দর হলে ক্লাইন্টও তোমার কাজে সন্তুষ্ট হবে।
৫। এবার তোমার পরিকল্পনা এবং ডাটাবেজ অনুযায়া ডেভোলাপমেন্ট করে ফেলো।
৬। কাজ শেষে পুরো প্রজেক্ট টা আবার রিভিউ করে নাও কোথাও ভুল ত্রুটি আছে কিনা।
৭। কোন প্রবলেমে পড়লে গুগলে ওই প্রবলেম বা ইরোর সংক্রান্ত কিছু লিখে সার্চ দাও সমাধান পেয়ে যাবে স্টাক ওভার ফ্লো থেকে।
#Happy_Coading_Enjoy_Coading

Share:

6 comments:

Categories

গুনীজনের উক্তি

“আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা কর, যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই”।

Quotes For Life

Take up one idea. Make that one idea your life - think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success.

অ্যালবার্ট আইনস্টাইন

“ কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ ”