Home »
Bangla Uponnash
» সৈনিক
সৈনিক
জানালার পাশে বসে আছে আদনান। মেঘে ডাকা আকাশের দিকে চেয়ে বিষন্ন মনে কী যেন ভাবছে। ইঞ্জিনিয়্যারিং কলেজের ছেলে আদনান। বর্তমানে ফাইনাল ইয়ারে আছে কম্পিউটার সাইন্সে। ছেলেটির কাজের হাত খুব পটু হলেও কলেজের ক্লাসে তাকে দেখা যায়না।
ক্লাস করবেইবা কী করে সমস্ত পরিবারের দায়িত্ব তার উপর। বাবা প্রায় ছয় বছর ধরে অসুস্থ ।
জীবিকার জন্য ছেলেটাকে কাজ করতে হয়। কিশোর বয়সে সবাই যখন জীবনকে উপভোগ করতে ব্যস্ত, কলেজ শেষে বন্ধুরা যখন একসাথে আড্ডাদেয় ছেলেটিকে তখন লড়াই করে যেতে হয় তার পরিবারের জন্য।
দিনের শেষে যখন রাত হয় ছেলেটি নির্জনে বসে থাকে। জীবনের সকল সমস্যাগুলো তাকে এক জোট হয়ে ভয় দেখায়।
সামনে ছেলেটির পরীক্ষা এখনও বই কিনতে পারেনি। সামনে আবার রেজিস্ট্রেশন ফি । এদিকে পরিবারে ঋণের বোঝা মাথায়। মাস শেষে যখন সেলারি নিয়ে বাসায় ফিরে তখন তার পকেটে ডুকে বেঁচে থাকা ১০-১৫ টাকা।
ছেলেটি যুদ্ধ করে তার পরিবাররে জন্য তার প্রিয় মানুষটির জন্য।
No comments:
Post a Comment