এটাকে আমরা এখন এভাবে সাজাবো 15/02/2019 ।
চলুন শুরু করি।
নিচে আমার কোডে দেখতে পাচ্ছেন আমি একটি ফর্ম থেকে ডেইট নিয়ে তা $date নামক ভ্যারিয়্যাবলে সেট করেছি।
<html>
<head>
<title>Print Date Properly</title>
</head>
<body>
<form action="" method="POST">
<input type="date" name="catch_date">
<br/>
<input type="submit" name="submit">
</form>
<?php
if(isset($_POST['submit'])){
$date = $_POST['catch_date'];
echo $arrange_date = date('d/m/y',strtotime($date));
}
?>
</body>
</html>
এখন আমরা এই ডেইটকে ঠিক করার জন্য পিএইচপির একটি প্রিডিফাইন ফাংশন strtotime() এড করব।
$arrange নামক একটি ভ্যারিয়েবলে আমি প্রথমে ডেইট date() ফাংশানটি নিলাম এবং এর প্রথম প্যারামিটারে বলে দিলাম d দিয়ে প্রথমে দিন দেখাবে m দিয়ে মাস দেখাবে y দিয়ে সাল দেখাবে। তারপর দ্বিতীয় প্যারামিটারে strtotime() ফাংশন নিলাম এবং এর ভিতরে আমাদের ফর্ম থেকে আসা ডাটা যে $date ভ্যারেয়্যাবলে রেখেছিলাম তার নাম দিয়ে দিলাম।
আমাদের কাজ শেষ এখন কোডটি রান করে টেস্ট করে দেখুন। কোন প্রবলেম হলে কমেন্ট করবেন।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment